লেকচার (১)



লেকচার নম্বর : ১ (এক)
বিষয় : বাংলা সাহিত্য
আলোচ্য বিষয় :
  • বাংলা সাহিত্যের যুগবিভাগ                    
লেকচার উপস্থাপন : ১ (এক) [অনুধাবন করুন]
বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারি  টেষ্টে বাংলা বিষয়ে কমপক্ষে ২০ টি প্রশ্ন থাকে । বাংলায় প্রস্তুতির জন্য সাহিত্য ও ব্যকরণের গুরুত্ব সমান। সাহিত্য ও ব্যাকরণে ধারাবাহিক ভাবে প্রস্তুতি নিতে পারলে বাংলায় খুবই ভাল করা সম্ভব। বাংলা সাহিত্য ধারাবাহিক ও কৌশলে উপস্থাপন করা হবে।যাতে প্রতিযোগী সহজেই বিষয় আয়স্থ করতে পারেন।১ নম্বর লেকচারে যে বিষয়গুলো থাকছে তা অন্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বিসিএস সহ নানান নিয়োগ পরিক্ষায় কমপক্ষে ২ টি বা ৩ টি বা ৪ টি পর্যন্ত প্রশ্ন থাকার সম্ভবনা রয়েছে।

লেকচার শিট : ১ (এক) :[কমপক্ষে ৫০ মিনিট পড়ুন।]
বাংলা সাহিত্যের যুগ বিভাগ: 
বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিক কালের ইতিহাস।এ ইতিহাসকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে।
যেমন----
১. প্রাচীন যুগ :       ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।
২. মধ্যযুগ :            ১২০১-১৮০০ খ্রিষ্টাব্দ।
৩. আধুনিক যুগ :    ১৮০১-বর্তমান পর্যন্ত।
  • শেষ্ঠ ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
  • ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
বাংলা সাহিত্যের যুগবিভাগ

প্রাচীন যুগ বা আদিযুগ:             মধ্যযুগ: ১২০১-                আধুনিক যুগ: ১৮০১-
৬৫০-১২০০=৫৫০ বছর। এ       ১৮০০=৬০০ বছর।এ          বর্তমান পর্যন্ত।এ যুগের 
যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ঠ্য          যুগের সাহিত্যের প্রধান           সাহিত্যের প্রধান বৈশিষ্ঠ্য 
 ব্যক্তি।                       বৈশিষ্ঠ্য ধর্ম।                মানবতাবাদ।

১২০১-১৩৫০=১৫০ বছর ।                            ১৭৬১-১৮৬০=১০০ বছর ।
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ।                         বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ।

অন্ধকার যুগ : ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫০ বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। ১২০৪ খ্রিস্টব্দে তুর্কি শাসক ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি বাংলার সেন বংশের শেষ রাজা লক্ষ্ণণ সেনের রাজধানী নদীয়া বিনা বাধায় জয় করে মুসলমান শাসনের সূত্রপাত করেন।গবেষকগণ মনে করেন এ সময়ে মুসলিম অত্রান্ত এ অংশে  বিপর্যয় সৃষ্টি হয এবং ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫০ বছর বাংলা ভাষার কোন সাহিত্য রচিত হয় না। যে কারণে এ সময়কে বলা হয়েছে অন্ধকার যুগ। তবে এ সময়ে বাংলা সাহেত্যের নিদর্শন না মিললেও ভিন্ন সাহিত্যের নিদর্শন মেলে। যেমন-

১. শূন্যপুরাণ :
  • রচয়িতা -রামাই পন্ডিত।
  • গ্রন্থের ধরণ-গদ্রপদ্র মিশ্রিত চম্পুকাব্য।
  • গ্রন্থটির অধ্যায় সংখ্যা-৫১ টি ।
  • গ্রন্থটির বিষয়বস্তু- ধর্মপুজা পদ্ধতি।
  • রচনাকাল-ত্রয়োদশ শতাব্দী।
২. নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের উষ্মা :
  • রচয়িতা-রামাই পন্ডিত।
  • বিষয়বস্তু- বৌদ্ধধর্মালম্বী সধর্মীদের ওপর বৈদিক ব্রাক্ষ্মনদের অত্যাচার কাহিনী, মুসরমানদের জাজপুর প্রবেশ,ব্রাক্ষ্মণ্য দেবদেবীর ধর্মান্তর গ্রহণের কাল্পনিক চিত্র।
  • রচনাকাল-ত্রয়োদশ শতাব্দী।
৩. সেকশুভোদয়া :
  • রচয়িতা-হলায়ুধ মিশ্র।
  • গ্রন্থের ধরন-গদ্যে-পদ্যে মিশ্রিত চম্পুকাব্য।
  • অধ্যায়ের সংখ্যা-২৫ টি।
  • গ্রন্থটির ভাষা-বাংরা সংস্কৃত মিশ্রিত ভাষা। 
  • বিষয়বস্তু-রাজা লক্ষ্ণণসেন ও শেখ জালাল উদ্দীন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে।
যুগসন্ধিক্ষণ :
১৭৬১-১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত ১০০বছর বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ; যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত।
আধুনিক যুগ : ১৮০১-বর্তমান পর্যন্ত। এর দুটি পর্যায় ্
  1. প্রথম পর্যায় : ১৮০১-১৮৬০ খিস্টাব্দ।
  2. দ্বিতীয় পর্যায : ১৮৬১- ্বর্তমান খ্রিস্টাব্দ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর :

১. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?[১৪ তম বিসিএস]  
. দশম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী                                  
 খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
 গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী                                          
  ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

২. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস-এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?[পিএসসির সহকারী পরিচালক :৯৮]
 ক. বাংলা সাহিত্যের ইতিহাস                                              
 খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
 গ. দুটি সমসাময়িক                                                            
 ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত

৩. বাংলা ভাষার মধ্যযুগ-[তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক : ০১]
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ                                            
 খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
 গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ                                        
 ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান।




পরবর্তীতে আবার দেখ হবে ''ইনশাআল্লাহ''                 That's all for the time being...................